গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ এলাকায় একটি লঘুচাপ সুস্পষ্ট আকারে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে এমন তথ্যই দিচ্ছে আবহাওয়া অধিদফতর।
এদিকে সকাল থেকেই ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আকাশও রয়েছে মেঘলা। ঢাকায় সারাদিনই হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আগামী তিনদিন এই ধারা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর আগামী তিনদিনের আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদিন হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ