Home চিকিৎসা করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮

by Shohag Ferdaus

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৬৮ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে।

২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like