Home পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে করোনায় আরও ৬১ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে করোনায় আরও ৬১ জনের মৃত্যু

by Shohag Ferdaus
পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এনিয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৪৪ জনের। এর আগে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার করোনায় পশ্চিমবঙ্গে ৬২ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আরও ৩ হাজার ১৮৯ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৬৭৩ জনে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৯৮ জন।

এখন পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লাখ ৫ হাজার ২৮ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৩৭ শতাংশে। এ মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে ২৫ হাজার ১০১ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like