3
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এনিয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৪৪ জনের। এর আগে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার করোনায় পশ্চিমবঙ্গে ৬২ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আরও ৩ হাজার ১৮৯ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৬৭৩ জনে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৯৮ জন।
এখন পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লাখ ৫ হাজার ২৮ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৩৭ শতাংশে। এ মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে ২৫ হাজার ১০১ জন।
ভয়েস টিভি/এসএফ