বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই এবার ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তিনি তেলুগুর জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী কোন্দপাল্লি। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার হায়দরাবাদের মধুরানগরে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বছর ২৬ বছরের ওই অভিনেত্রী।
শ্রাবণীর মৃত্যুতে ভারতের মিডিয়াপাড়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। টিকটক স্টার দেবরাজ শেঠির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এস আর নগর থানায় দেবরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রাবণীর পরিবার। বেশ কয়েক মাস ধরে শ্রাবণীকে জ্বালাতন করছিলেন তিনি। সেই অভিযোগেই এবার পুলিশের দ্বারস্থ হয়েছে প্রয়াত অভিনেত্রীর পরিবার।
মঙ্গলবার নিজের মধুরানগরের ফ্ল্যাটে রাত সাড়ে নয়টার দিকে বেড রুমের দরজা বন্ধ করে দেন শ্রাবণী। অভিনেত্রী গোসল করতে গেছেন ভেবে পরিবারের কেউ ডাকাডাকি করেননি। এরপর কয়েক ঘণ্টা ধরে ঘর থেকে না বেরোনোর পরই শ্রাবণীর ঘরের দরজা ভেঙে ঢোকেন তারা।
ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শ্রাবণীকে। সঙ্গে সঙ্গে স্থানীয় যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রাবণী কোনো সুইসাইড নোট রেখে যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ অভিনেত্রী স্থানীয় টেলিভিশনের পরিচিত মুখ। জনপ্রিয় কিছু সিরিয়ালে অভিনয় করেছেন শ্রাবণী।
ভয়েস টিভি/এসএফ