Home সারাদেশ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

by Newsroom
মোটর সাইকেল

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার বাইগুনি নামকস্থানে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক সংবাদকর্মী নিহত হয়েছেন। ৬ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সংবাদকর্মী মহিদুল ইসলাম (৩০) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মাজেদ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, মাছবাহী একটি পিকআপ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে আসছিল। একই পথে পাটকেলঘাটা আসছিল হারবাল কোম্পানির প্রতিনিধি মহিদুল ইসলাম। তিনি দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করতেন। বাইগুনি মোড় থেকে মাছবাহী পিকআপটি সামনে যাওয়ার সময় দ্রæত গতিতে মোটর সাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মহিদুল ইসলাম।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় মহিদুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পিকআপ চারক অক্ষত থাকলেও পিকআপটি ঘটনাস্থলে উল্টে পড়ে রয়েছে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like