ভয়েজ ডেস্ক: করোনা ভাইরাসের কারণে বিশ্ব মহামারি কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন বাজারে আসার আগেই, আরো দুই ধাপে সংক্রমণের ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা -ডব্লিউএইচও। ১ মে সংক্রমণ পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র ইউরোপ প্রধান ডা. হ্যান্স ক্লুজ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।
ডা. ক্লুজ বলেন, ইউরোপ করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতম প্রথম ধাপ এরইমধ্যে পার করেছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে, গোটা বিশ্ব সহসাই করোনামুক্ত হচ্ছে না। বিশ্ববাসীকে আরো দুই ধাপে করোনা সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে।
এদিকে, প্রথম ধাপে বিশ্বমহামারি কোভিড-১৯ সংক্রমণের গতি এতো বেশি ছিল যে বিশ্বের শীর্ষ স্থানীয় রাষ্ট্রগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে – বলে ব্রিফিংয়ে জানিয়েছেন ডা. হ্যান্স ক্লুজ। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপ থেকে আমাদের শিক্ষা হলো, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময় স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় দেশে দেশে অর্থনৈতিক নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। তাই সবার আগে স্বাস্থ্যখাতকে বিবেচনা করে আগামী দিনের সংকট মোকাবিলা করতে হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।