Home খেলার খবর আর্জেন্টিনার দলে নেই অ্যাগুয়েরো-ডি মারিয়া

আর্জেন্টিনার দলে নেই অ্যাগুয়েরো-ডি মারিয়া

by Newsroom
আর্জেন্টিনার

২০২২ সালের বিশ্বকাপ বাছাইপর্ব গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে করোনা মহামারীতে তা স্থগিত হয়ে যায়।

অবশেষে দীর্ঘ ৭ মাস পর অক্টোবরের ৮ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ। এরমধ্যে প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

আগামী ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপের টিকিটের লড়াই শুরু করবে আর্জেন্টিনা। পরে ১৩ অক্টোবর নামবে বলিভিয়ার বিপক্ষে।

ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার জন্য এরইমধ্যে ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ। তবে ৩০ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ডি মারিয়া ও অ্যাগুয়েরোকে।

আরও পড়ুন: ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দল ঘোষণা

এক নজরে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, আগুস্তিন মার্চেসিন

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ, রেনসো সারাভিয়া, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, নেহুয়েন পেরেজ, ওয়াল্টার কান্নেমান, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, রদ্রিগো দে পল, এজেকুয়েল পালাসিও, জিওভানি লো সেলসো, নিকোলাস ডোমিঙ্গেজ, আলেক্সিস মাক আয়িস্তের, আলেজান্দ্রো গেমেস

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, লুকাস ওকামপোস, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেস, ভিওভানি সিমেওনে ও ক্রিশ্চিয়ান পাভোন।

ভয়েস টিভি/টিআর

You may also like