Home পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সব পরিবারকে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি মমতার

পশ্চিমবঙ্গের সব পরিবারকে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি মমতার

by Shohag Ferdaus
মমতা

আগামী ২৭ মার্চ শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। নির্বাচন ইতোমধ্যেই জমে উঠেছে। তৃণমূল এবং বিজেপির বাইরেও পীরজাদা আব্বাস সিদ্দিকীও এবার নির্বাচন প্রভাবিত করতে পারেন বলে মত অধিকাংশ বিজ্ঞজনের।

এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইশতেহার ঘোষণা করেছেন। ক্ষমতায় ফিরলে আগামী ৫ বছরে ৫ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে ইশতেহারে।

চলতে থাকা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও বেশ কিছু নতুন প্রকল্পের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। রাজ্যের সব পরিবারকে বছরে ৬,০০০ টাকা দেয়ার কথা বলা হয়েছে। তফসিলিদের ক্ষেত্রে দেয়া হবে ১২,০০০ টাকা।

ছাত্রছাত্রীদের জন্য ‘ক্রেডিট কার্ড’ দেয়া হবে। কৃষকদের জন্য বাৎসরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। এ ছাড়াও শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, বিদ্যুৎ এবং পানীয় জলের ক্ষেত্রে বিশেষ প্রকল্পের কথা বলা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like