মিকেল আর্তেতা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন আর্সেনালের জার্সিতে। ম্যানেজার হিসেবে সেই আর্সেনালের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে আরও একটা শিরোপা এনে দিলেন। এফএ কাপের পর এবার তারা জিতলো কমিউনিটি শিল্ড ট্রফি।
২৯ আগস্ট শনিবার রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে টাইব্রেকারে লিভারপুলকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্সেনাল। নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
ইপিএলের চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে প্রথম থেকে প্রতিপক্ষকে চাপে ফেলে আর্সেনাল। মৌসুম জুড়ে প্রিমিয়ার লিগে তেমন সুবিধা করতে না পারলেও গানার্স কমিউনিটি শিল্ডের ফাইনালে ১২ মিনিটেই লিড নেয় আর্সেনাল। বুকাও সাকার ক্রস থেকে বল জালে পাঠান আবেমেয়াং।
পাল্টা আক্রমণে কিছু ভালো সুযোগ তৈরি হলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি ফিরমিনো, সাদিও মানে, মোহামেদ সালারা।
ম্যাচের ৭৩ মিনিটে উইলিয়ামসের বদলি হিসেবে নামা লিভারপুল মিডফিল্ডের জাপানি রিক্রুট তাকুমি মিনামিনো দলকে সমতায় ফেরান। বাকি সময় কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।সেখানে লিভারপুলের রিয়ান ব্রিউস্টারের শট মিস হওয়ায় শিরোপা জিতে নেয় আর্সেনাল।
ভয়েসটিভি/এসএফ