2
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা অভিযান পরিচালনা করেন।
সাবিহা ফাতেমা-তুজ-জোহরা বলেন, ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করায় তিন বিক্রেতাকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে (পাইকারি মূল্য ২৫ এবং খুচরা মূল্য ৩০) আলু বিক্রির নির্দেশনা দেয়া হয়। ভোক্তার অধিকার সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ভয়েস টিভি/এসএফ