Home সারাদেশ সাটুরিয়ায় তিন আলু ব্যবসায়ীকে জরিমানা

সাটুরিয়ায় তিন আলু ব্যবসায়ীকে জরিমানা

by Shohag Ferdaus

সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা অভিযান পরিচালনা করেন।

সাবিহা ফাতেমা-তুজ-জোহরা বলেন, ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করায় তিন বিক্রেতাকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে (পাইকারি মূল্য ২৫ এবং খুচরা মূল্য ৩০) আলু বিক্রির নির্দেশনা দেয়া হয়। ভোক্তার অধিকার সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like