Home সারাদেশ আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার

আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার

by Amir Shohel

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হলেও শুক্রবার রংপুর র‌্যাব-১৩-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ছিদ্দিক আহাম্মেদ এ তথ্য জানান। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতার দুই জন হলেন গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর দালালপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. চাঁন মিয়া (৪৮)। অপরজন হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মো. সাইদুজ্জামান নয়ন (৪০)।

গাইবান্ধা সদরের পুরাতন বাজার মসজিদের সামনে এবং পলাশবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে নিজ বাড়ির সামনে থেকে ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য সাইদুজ্জামান নয়নকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে গাইবান্ধা জেলা সদরের পুরাতন বাজার মসজিদের সামনে থেকে চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। চাঁন মিয়া পেশায় একজন ওয়ার্কশপের মালিক এবং শার্টার মিস্ত্রি।

সাইদুজ্জামান নয়ন ব্যবসায়ী। সে এইচএসসি পাস। তারা ‘আল্লাহর দল’ এর নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংগঠনটির গাইবান্ধা অঞ্চলের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

র‌্যাব আরও জানায়, তারা ‘আল্লাহর দল’ এর অনুসারীদের কাছ থেকে বায়াত গ্রহণ করে। প্রত্যেকে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে।

রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ছিদ্দিক আহাম্মেদ জানান, আসামিদের অন্য সহযোগীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

ভয়েসটিভি/এএস

You may also like