Home সারাদেশ আল জাজিরার প্রতিবেদন : সিংড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

আল জাজিরার প্রতিবেদন : সিংড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

by Newsroom
আল

আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিরোধী প্রচারণার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আল জাজিরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে। যা বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। বাংলার মানুষ এ ষড়যন্ত্র প্রতিহত করবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like