Home খেলার খবর নান্নুর তোপের মুখে যা বললো আশরাফুল

নান্নুর তোপের মুখে যা বললো আশরাফুল

by Mesbah Mukul

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। মেয়াদ শেষ হওয়ার পরও তারা এখনো কীভাবে নির্বাচকের ভূমিকায় আছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একটা দেশের জাতীয় দলের নির্বাচকের মেয়াদ দীর্ঘমেয়াদী না করে টুর্নামেন্টে বাই টুর্নামেন্ট করার কথা বলে বর্তমান নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর তোপের মুখে পড়েছেন এক সময়ের সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।

একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে এসে আশরাফুলকে ‘দেশদ্রোহী’ ও ‘ফিক্সার’ বলে মন্তব্য করেছেন নান্নু। তার এমন মন্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

ঘটনার সূত্রপাত একটি টেলিভিশনে আশরাফুলের করা এক মন্তব্যকে ঘিরে। যেখানে আশরাফুল জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্যদের কাজের মেয়াদ ৩ থেকে ৪ বছর হলে ভালো হয় বলে মন্তব্য করেন। এর জবাবে নান্নু বলেন, ‘আশরাফুলের এই কথার সঙ্গে আমি একটা জিনিস যুক্ত করতে চাই। অস্ট্রেলিয়ার একজন প্রধান নির্বাচক কত বছর কাজ করেছে ওর বোধহয় ধারণা নেই। প্রায় ৯ থেকে ১২ বছর একটানা কাজ করেছে। অস্ট্রেলিয়া কি ক্রিকেট থেকে পিছিয়ে গেছে?’

আরও পড়ুন : আমার স্বপ্ন আবার বাংলাদেশের হয়ে খেলব : আশরাফুল

উত্তেজিত নান্নু বলে বসেন, ‘ওর তো বোঝার কথা না। যেসব খেলোয়াড় দেশদ্রোহী হয়ে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়, ওদের কাছ থেকে ভালো পরামর্শ আশা করা কঠিন।’

লাইভ অনুষ্ঠানের পরই নান্নুর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটা নজর এড়ায়নি আশরাফুলেরও। নিজের ফেসবুক পেজের লাইভ থেকে সাবেক এই ক্রিকেটার উত্তরে বলেন, ‘আমি যদি প্রকাশ্যে স্বীকার না করতাম তাহলে হয়তো ভিন্ন চিত্র হতো। তাহলে এক বছরের শাস্তি হতো, হয়ত এখনো জাতীয় দলে খেলতাম। আপনাদের কাছে এখনো ক্ষমা পাইনি, আপনার কথাতে এটা বুঝা যাচ্ছে। আমার প্রকাশ্যে স্বীকার করা ভুল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নান্নু ভাই যেভাবে নাম ধরে দেশদ্রোহী, ম্যাচ ফিক্সার বললেন, এটা তো ২০১৩ সালে হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চেয়েছি, শাস্তিও হয়েছে। যেভাবে আক্রমণ করলেন, কষ্ট লেগেছে। আমি তো উল্টাপাল্টা কিছু বলিনি। আর আমি কোনো ব্যক্তির নাম বলিনি, আমি ওই দায়িত্বের কথা বলেছি। নান্নু ভাই লাইভে ঢুকে সরাসরি আক্রমণ করলেন আমার নাম ধরে। এটা আসলে খুব দুঃখজনক।’

ভয়েসটিভি/এমএম

You may also like