Home সারাদেশ শেরপুরে গানের আসর বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

শেরপুরে গানের আসর বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

by Newsroom
মুদি দোকানি

শেরপুর জেলার নকলা উপজেলায় অননুমোদিত গানের আসর বন্ধ করে দেয়া হয়েছে। ৪ নভেম্বর বুধবার রাত আড়াইটার সময় উপজেলার হাসনখিলা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ আসর বন্ধ করেন।

এর আগে ৩ নভেম্বর মঙ্গলবার রাতে পৌরসভার লাভা এলাকায় নাচ-গানের আসর বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশকিছু মালামাল জব্দসহ দুজনকে অর্থদণ্ড করেন। এর পরদিন বুধবার রাতে হাসনখিলা বাজারে গানের আসর বসেছে এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে রাত আড়াইটার সময় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

গাড়ির আওয়াজ পেয়ে আয়োজকরা পালিয়ে গেলেও এক নারী শিল্পীকে আটক করে এক হাজার টাকা ও এক পুরুষ যন্ত্র বাদককে দু’হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আসরে ব্যবহৃত মালামাল জব্দ করে নকলা থানা হেফাজতে নেয়া হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, নকলা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, সরকারের নির্দেশনা অমান্য করে এবং কোন প্রকার অনুমতি না নিয়ে ঝাঁকঝমকভাবে গানের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিষয়টি বুঝতে পেরে আয়োজকরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বেশকিছু মালামাল জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।

এছাড়া সরকারি নির্দেশনা না মানায় এক নারী শিল্পী ও এক পুরুষ যন্ত্র বাদককে অর্থদন্ড করা হয়। জনকল্যাণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like