Home অপরাধ র‌্যাবের রিমান্ডে ওসি প্রদীপসহ ৩ আসামি

র‌্যাবের রিমান্ডে ওসি প্রদীপসহ ৩ আসামি

by Newsroom

কক্সবাজার: সেনাবহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ তিনজনকে সাতদিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। রিমান্ডে যাওয়া বাকি দুই আসামি হলো পরিদর্শক লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিত।

১৮ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ তিনজনকে র্যা ব কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হক।

এদিকে আটক তিন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য সম্পর্কে র‌্যাব জানিয়েছে, সিনহা মো: রাশেদ খান হত্যা মামলার সাথে তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আটক করা হয়েছে। তারা সেদিন শামলাপুর পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। তাদের আটকের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে র্যানপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার তিনজন এপিবিএন সদস্য হলেন- এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। এ নিয়ে এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হলো।

গত ৩১ জুলাই রাতে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি তদন্ত শুরুর পরপরই কক্সবাজারে যান পুলিশের আইজিপি ও সেনাপ্রধান।

৫ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরে এ মামলার পর ৯ পুলিশ সদস্যকেই বরখাস্ত করা হয়। মামলাটি তদন্ত করছে কক্সবাজার র্যা ব-১৫।

ভয়েস টিভি,নিজস্ব প্রতিবেদক,টিআর

You may also like