Home সারাদেশ ফেনীতে চার আলুর আড়তদারকে জরিমানা

ফেনীতে চার আলুর আড়তদারকে জরিমানা

by Shohag Ferdaus
জরিমানা

ফেনীতে সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত দামে আলু বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় চার আলুর আড়তদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ১৫ অক্টোবর বৃহস্পতিবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল চাকমা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, হঠাৎ করেই কয়েক দিনের ব্যবধানে আলুর দাম দ্বিগুণ হয়ে যায়। এতে অল্প আয়ের সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। পরে আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের কৃষি বিপণন অধিদফতর আলুর পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দেয়।

সরকারি আদেশ উপেক্ষা করে ফেনীর বিভিন্ন আড়তে বাড়তি দামে আলু বিক্রি করছে এমন খবরে জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযান চালান। এদিন সকালে ফেনী শহরের ইসলামপুর রোডে সাহাব উদ্দিন ট্রেডার্সকে ৩ হাজার টাকা ,তাকিয়া রোডে আহম্মদ ট্রেডার্স, এসডি টেড্রার্স ও ইব্রাহিম ট্রেডার্সকে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে জেলা মার্কেটিং অফিসার হারুন উর রশিদ ও জেলা পুলিশের একটি দল সহায়তা করেন। জনস্বার্থে০ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সোহেল চাকমা।

ভয়েস টিভি/এসএফ

You may also like