Home জাতীয় করোনা জয় করে হাসপাতাল ছাড়লেন আ জ ম নাছির

করোনা জয় করে হাসপাতাল ছাড়লেন আ জ ম নাছির

by Shohag Ferdaus
আ জ ম নাছির

গত ৩ নভেম্বর সকালে করোনা উপসর্গ নিয়ে পার্কভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পজিটিভ আসে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের। হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

১১ নভেম্বর বুধবার বেলা ১১ টায় নগরীর পার্ক ভিউ হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন বলে ভয়েস টেলিভিশনকে জানিয়েছেন আ জ ম নাছির উদ্দীনের একান্ত সহকারী রায়হান ইউসুফ।

নগরীর পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম মো. রেজাউল করিম জানান, ৩ নভেম্বর সকালে করোনা উপসর্গ নিয়ে পার্কভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুস ১০ শতাংশ আক্রান্ত হওয়ার বিষয়টি উঠে আসে। এরপর করোনা পরীক্ষায়ও পজিটিভ শনাক্ত হন।

ডা. এটিএম রেজাউল করিম বলেন, আ জ ম নাছির উদ্দিন শঙ্কামুক্ত হয়ে সকালে হাসপাতাল ত্যাগ করেছেন। এক সপ্তাহ ধরে জ্বর না কমায় করোনা শঙ্কা নিয়ে গত মঙ্গলবার (৩ নভেম্বর) ‌সকালে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসেও ১০ শতাংশ ইনফেকশন দেখা যায়। তিনি এখন সুস্থ আছেন। কিছুদিন বিশ্রামে থাকলে আশাকরি পুরোপুরি শঙ্কামুক্ত হবেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like