3
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটিতে স্থান পেয়েছেন ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি। এই অভিনেত্রী বহু দিন ধরে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত।
বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন নিয়েও কাজ করেন শামীমা ইসলাম তুষ্টি। এর আগে, টিভি নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র আইন ও কল্যাণ সম্পাদক ছিলেন তুষ্টি। এবার স্থান পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটিতে। যেখানে জায়গা পেয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের তারকারা।
২০২০ সালের শেষ দিকে ২০১৯-২০২১ মেয়াদে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমানকে চেয়ারম্যান করে এবং অসীম কুমার উকিল এমপিকে সদস্য সচিব করে ৬৪ সদস্যের উপকমিটি গঠিত হয়।
ভয়েসটিভি/এএস