Home খেলার খবর ইংল্যান্ড-সুইডেনের জয়, বেলজিয়ামকে রুখে দিল আইভোরি কোস্ট

ইংল্যান্ড-সুইডেনের জয়, বেলজিয়ামকে রুখে দিল আইভোরি কোস্ট

by Shohag Ferdaus
ইংল্যান্ড

একদিকে বিশ্বকাপের বাছাই পর্ব আরেকদিকে চলছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। করোনা বিপর্যয় কাটিয়ে ফুটবল ফিরেছে স্বরূপে। গতকাল রাত ৬ ম্যাচের মহা সমারোহে সাজানো হয়েছিল ফুটবল প্রেমীদের জন্য। বিশ্বকাপের বাছাই পর্বে উড়ন্ত সূচনা করেছে আর্জেন্টিনা। আর ব্রাজিল প্রেমীদেরও অপেক্ষার পালা শেষ হতে চলছে। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকালে বলিভিয়ার মুখোমুখি হবে তারা।

৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ও সুইডেন। ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা। আর রাশিয়াকে ২-১ গোল হারিয়েছে সুইডেন। তবে আইভোরি কোস্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম।

দেশের মাটিতে বছরে প্রথমবার খেলতে নেমে দারুণ এক জয় তুলে নিল ইংল্যান্ড। আক্রমণাত্মক ফুটবলে চাপ ধরে রেখে ওয়েলসকে উড়িয়ে দিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইংল্যান্ড। ডমিনিক ক্যালভার্ট-লুইনের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন কনর কোডি ও ড্যানি ইঙ্গস।

আরেক প্রীতি ম্যাচে রাশয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন। রাশিয়ার ভিইভি অ্যারিনাতে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় সুইডেন। প্রথম সাফল্য পেতে সময় লাগেনি তাদের। ২১ মিনিটে সেবাস্তিয়ান লারসনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন আলেক্সজান্ডার ইসাক।

ম্যাচের ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাত্তিয়াস জোহান্সন। ক্রিসতোফার ওলসনের পাস থেকে পেনাল্টি বক্সের বাইর থেকে বাম পায়ের শটে গোল করেন তিনি। তবে ম্যাচের শেষ দিকে এসে ব্যবধান কমায় স্বাগতিক রাশিয়া। ইনজুরি সময়ে গোল করেন আলেক্সান্ডার সোবোলেভ।

এদিকে শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের জয় রুখে দিয়েছে আইভোরি কোস্ট। প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে ফিফার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম।

ভয়েস টিভি/এসএফ

You may also like