Home সারাদেশ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআর প্রতিনিধিদল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআর প্রতিনিধিদল

by Newsroom
ইউএনএইচসিআর

বিশ্ব শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশ প্রতিনিধি মি. স্টিফেন করলিস ও তার প্রতিনিধি দল টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তিনি নয়াপাড়া শালবাগান এলাকায় পৌঁছেন। এ সময় সংস্হাটির কক্সবাজার জেলা প্রধান মি. কর্লিন সাথে ছিলেন ।

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধি মি. স্টিফেন করলিস এবং ইউএনএইচসিআর, কক্সবাজার জেলা প্রধান মিঃ কর্লিন, নয়াপাড়া মোচনী রেজিস্ট্রার্ড ক্যাম্প, শালবাগান ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প (২৬+২৭)এবং জাদিমুড়া বাজারে নব নির্মিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন ।

ইউএনএইচসিআর কর্তৃক রোহিঙ্গাদের জন্য নব নির্মিত বিভিন্ন স্হাপনাও পরিদর্শন করেন তারা । নির্দিষ্ট সময়ে পরিদর্শন শেষে কর্মকর্তাগণ টেকনাফের হোয়াইক্যং রোহিঙ্গা ক্যাম্প হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like