পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামানের গাড়ি থেকে পাঁচ হাত লম্বা দাঁড়াশ সাপ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা শহরের বালিয়াহালট গোরস্থানের সামনে থেকে ইউএনওর চলন্ত গাড়িতে সাঁপটি প্রবেশ করে।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গুড়া থেকে পাবনা যাওয়ার সময় পাবনা শহরের বালিয়াহালট গোরস্থানের সামনে থেকে সাপটি গাড়িতে ঢুকে পড়ে। পরে পাবনা ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীদের দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় রাত ২টায় সাপটি উদ্ধার করতে সক্ষম হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সফরসঙ্গীরা জানান, জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে ভাঙ্গুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান গাড়িতে পাবনা যাচ্ছিলেন। পথে পাবনা গাছপাড়া পার হয়ে শহরের বালিয়াহালট গোরস্থানের সামনে পৌঁছালে সাপটি গাড়ির সামনের গ্লাসের ওপর এসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গাড়িতে থাকা অন্যরা।
একপর্যায়ে সাপটি গাড়ির হেডলাইটের পাশের ফাঁকা দিয়ে ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে। এ অবস্থায় গাড়িটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সামনে পৌঁছালে সবাই নেমে যায়। পরে পাবনার ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ছুঁটে আসে ঘটনাস্থলে। কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও সাপটি উদ্ধার করতে ব্যর্থ হন। শেষে পাবনা বন বিভাগের কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত ২টায় যৌথ অভিযানে তারা সফল হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এডওয়ার্ড কলেজের সামনে এসে সবাই নেমে যাই। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করে।
তিনি জানান, চলন্ত গাড়িতে এভাবে সাপের প্রবেশ বিষয়টি খুবই আশ্চর্যজনক।
বন্য প্রাণী বিষয়ক সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনসার্ভেশন কমিউনিটির সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ জানান, এটি মূলত নির্বিষ প্রজাতির নিরীহ দাঁড়াশ সাপ। ফসলের জমির ইদুর খেয়ে এরা কৃষকের উপকার করে। পাবনা ফায়ার সার্ভিস ও বন বিভাগকে ধন্যবাদ জানান সাপটি জীবিত উদ্ধার করে উন্মুক্ত স্থানে ছেড়ে দেয়ার জন্য।
ভয়েস টিভি/এসএফ