Home চিকিৎসা ইউএনওকে এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত

ইউএনওকে এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত

by Newsroom
ওয়াহিদা

সন্ত্রাসী হামলার শিকার গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শারিরীক অবস্থা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকেরা সাংবাদিকদের এমনটি জানান।

চিকিৎসকেরা বলছেন, সকালে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ হয়েছে। আগের চেয়ে ওয়াহিদা খানমের অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে এইচডিইউতে নেওয়া হচ্ছে। তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।

হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, আজকে আমরা মেডিকেল বোর্ডের সদস্যরা বসেছিলাম। আইসিউতে গিয়ে তার সঙ্গে কথা বলেছি। তার অবস্থার বেশ উন্নতি হয়েছে। তাই তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিফেন্ডেন্সি ইউনিট) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে গঠিত মেডিকেল বোর্ড।

তবে আঘাতপ্রাপ্তির কারণে তার ডান পাশের ক্ষতিগ্রস্ত অবশ অবস্থার কোনো উন্নতি হয়নি, ঠিক কতদিন পরে এটি স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তবে এর জন্য ফিজিও ফেরাপি দেয়া হচ্ছে।

তবে ডা. জাহেদ বলেন, নিউরো রোগীদের ক্ষেত্রে কখনোই শঙ্কামুক্ত বলা যায় না। এটা বলতে পারি যে তার অবস্থার উন্নতি হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like