Home খেলার খবর শুরুতেই ইউকেট হারিয়ে চাপে ইউন্ডিজ

শুরুতেই ইউকেট হারিয়ে চাপে ইউন্ডিজ

by Shohag Ferdaus
ইউন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচের শুরুতেই ইউকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা। সুনিল আমব্রিস মোস্তাফিজের বলে মেহেদিকে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভারে এক ইউকেট হারিয়ে ইউন্ডিজের সংগ্রহ ১২। এর মধ্যে মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে দুই ওভারই মেডেন দিয়েছেন। সঙ্গে তুলে নিয়েছেন ম্যাচের প্রথম ইউকেট। আর এতে খরচ করেছেন মাত্র ২ রান।

এদিকে রুবেল হোসেন তিন ওভার বল করে দিয়েছেন ১০ রান।

২২ জানুয়ারি শুক্রবার মিরপুরে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like