Home বিশ্ব ইউক্রেনীয় সুন্দরীদের প্রেম নিবেদনে মেতেছে রুশ সেনারা

ইউক্রেনীয় সুন্দরীদের প্রেম নিবেদনে মেতেছে রুশ সেনারা

by Amir Shohel

সব জল্পনা, হুমকি ধামকি উপেক্ষা করে প্রতিবেশী ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া সেনা অভিযানে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। রুশ সেনারা ঢুকে পড়েছে দেশটির অনেক গুরুত্বপূর্ণ শহরে। এমনকী রাজধানী কিয়েভাতেও চলছে রুশ সেনাদের অভিযান। বাতাসে বারুদের গন্ধ, কান পাতলেই শোনা যায় মুর্হুমুহু বিস্ফোরণের শব্দ। এরমধ্যেই রুশ সেনাদের মধ্যে মাথাচাড়া উঠেছে যৌনতা। তারা ইউক্রেনের রমনীদের বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করছে। আবার অনেকে সৈনিকি ভঙ্গিমায় সরাসরি শারীরিক সম্পর্কেরে প্রস্তাব দিচ্ছে। চারদিকে যখন বোমা আর গুলির শব্দ ঠিক তখনই ইউক্রেনের নারীদের জন্য যম হয়ে শহরে ঢুকছে রুশ সেনারা। অবশ্য ইউক্রেনের নারীরা সাফ জানিয়ে দিয়েছে শত্রু সেনারা যতই আকৃষ্ট করার চেষ্টা করুক, তাদের সঙ্গে বিছানা গরম করতে সঙ্গী হবে না তারা।

রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে দেশটির হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। এদিকে রুশ সেনারা ইউক্রেনের তরুণীদের দিকে ‘নজর’ দিয়েছে। ডেটিং অ্যাপ টিন্ডারে রুশ সেনারা ইউক্রেনের তরুণীদের লক্ষ্য করে ফ্ল্যার্ট শুরু করেছে। দ্য সানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, দাশা সিনেলনিকভা নামে ইউক্রেনের এক তরুণীর টিন্ডারে আন্দ্রেই, অ্যালেকজান্ডার, গ্রেগরি, মাইকেল ও ব্ল্যাক সেনা নামে ‘ম্যাচ’ করে। এসব সেনার দূরত্ব দেখায় ২০ মাইল। ৩৩ বছর বয়সী সিনেলনিকভা বলেন, আমি আসলে কিয়েভে বাস করি। কিন্তু আমার এক বন্ধু যখন বলে টিন্ডারে রুশ সেনারা ভরে গেছে এরপরে আমার স্থানের ঠিকানা পরিবর্তন করি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তরুণীদের টিন্ডারে ঝাঁকে ঝাঁকে আসছে বন্ধুত্বের আবদার। কিন্তু সেই বন্ধুত্ব চাইছে শত্রুপক্ষ রাশিয়ার সৈনিকরাই। তাই ইউক্রেনের নারীরা ঠিকানা পরিবর্তন করছেন। ইউক্রেনের নারীদের কাছে ডেটিং-এর আবদার জানাতে রুশ সৈনিকরা সামরিক পোশাকেই আবির্ভূত হচ্ছেন।

দাশা আরও জানান, এক রুশ সৈনিক বিছনায় অশ্লীল ইঙ্গিতে শুয়ে হাতে পিস্তল নিয়ে ছবি দিয়েছেন। আবার অনেকে খালি গায়ের ছবি দিয়ে মেয়েদের প্রলুব্ধ করতে চাইছেন। সংবাদমাধ্যমের দাবি, দাসার মতো একই অভিজ্ঞতা অনেক ইউক্রেন রমনীর। দাশা বলেন, ‘যারা অনুরোধ পাঠাচ্ছেন, তাদের কারও ছবিই আমায় আকৃষ্ট করেনি। আর কোনও ভাবেই আমি শত্রুপক্ষের কারও সঙ্গে শুতে চাই না।’

রুশ এক সৈনিকের সঙ্গে খানিক চ্যাটও করেছেন দাশা। তিনি জানান, সেই সৈনিকের নাম আন্দ্রৈ, বয়স ৩১। টিন্ডারে আন্দ্রৈ যে ছবি দিয়েছেন তাতে হাতে রয়েছে কালাশনিকভ রাইফেল ও অন্যন্য যুদ্ধ সরঞ্জাম। দাশা তাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনার কী অতীতে ইউক্রেন ভ্রমণের কোনও পরিকল্পনা ছিল।’

জবাবে আন্দ্রৈ জানান, ‘আমার তো খুবই ইচ্ছা ছিল এখানে আসার। কিন্তু ২০১৪ সাল থেকে তো রাশিয়ার বাসিন্দাদের এখানে প্রবেশাধিকারই ছিল না।’

ভয়েসটিভি/এএস

You may also like