Home বিশ্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় বাড়লো ক ন ড ম বিক্রি!

ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় বাড়লো ক ন ড ম বিক্রি!

by Roman Kabir

রাশিয়ার আক্রমনে বিধ্বস্ত ইউক্রেন। তবে এই যুদ্ধের প্রভাবে রাশিয়ায় বেড়েছে ক ন ড মে র দাম! পুতিনের দেশে এখন ক ন ড ম হাহাকার। সরবরাহ বন্ধ হতে পারে যে কোনও সময়, এই আশঙ্কায় রুশ জনতা ক ন ড মে র দোকানে লাইন দিচ্ছেন। চলতি মাসে সে দেশে ক ন ড মে র বিক্রি বেড়েছে প্রায় ২০০ শতাংশ।

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে আমেরিকা ও পশ্চিমের বিভিন্ন দেশ রাশিয়ার উপর হরেক নিষেধাজ্ঞা জারি করেছে। বড় পতন হয়েছে রাশিয়ার মুদ্রা রুবলের দামে।

এই অবস্থায় মস্কোর আকাশে আশঙ্কার কালো মেঘ ক ন ড মকে ঘিরে। দাম গিয়ে ঠেকতে পারে সাধ্যের বাইরে, বন্ধ হয়ে যেতে পারে সরবরাহ, এই আশঙ্কায় রাশিয়ার আমজনতা ওষুধ কিংবা যৌন সামগ্রী বিক্রির দোকানে লাইন দিয়ে ক ন ড ম সংগ্রহ করছেন।

রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন সামগ্রী বিক্রির বিপণী ‘ওয়াইল্ডবেরি’ জানাচ্ছে, মার্চের প্রথম দু’সপ্তাহে গত বছরের এই সময়ের তুলনায় ক ন ড ম বিক্রি বেড়েছে ১৭০ শতাংশ। সে দেশের বড় ওষুধ বিপণী ‘থার্টি সিক্স পয়েন্ট সিক্স’ জানাচ্ছে তাদের ক ন ড ম বিক্রি বেড়ে গিয়েছে ২৬ শতাংশ।

চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়েছে। মোটের উপর পাইকারি বাজারে ক ন ড মের দাম বেড়েছে ৩২ শতাংশ। রাশিয়ার সুপার মার্কেটগুলিতে ক ন ড ম বিক্রি বেড়েছে ৩০ শতাংশ।

রাশিয়ার অন্যতম বড় যৌনসামগ্রী বিক্রির দোকান ‘প্রেসারভেটিভনায়া সে ক্স শপ’-এর মালিক ইয়েসেনিয়া শামোনিনা বলেন, ‘মানুষ সম্ভবত ভবিষ্যতের কথা ভেবে বাড়তি ক ন ড ম কিনে রাখছেন। আমরা দাম বাড়াতে বাধ্য হচ্ছি। কিন্তু তাতেও বিক্রিতে কোনও প্রভাব পড়ছে না।’

পরিস্থিতি এমনই যে মুখ খুলতে হয়েছে পুতিনের বাণিজ্য মন্ত্রণালয়কে। তারা স্বীকার করে নিয়েছে, দেশে যে ক ন ড মের চাহিদা এত বেড়ে যাবে তা তাঁদের কাছেও অপ্রত্যাশিত ছিল। পাশাপাশি মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম ক ন ড ম উৎপাদক দেশগুলি যেমন তাইল্যান্ড, ভারত, দক্ষিণ কোরিয়া এবং চিন, আগের মতোই রাশিয়ায় কন্ডোম সরবরাহ করে যাচ্ছে। ফলে আপাতত ঘাটতির কোনও কারণ নেই।

ভয়েসটিভি/আরকে

You may also like