Home সারাদেশ ফরিদপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

by Newsroom

ফরিদপুরের সালথায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুর বর মোল্যাসহ (৬০) অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যার সঙ্গে কাইয়ুম মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরা দুজনই এ ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী। এই বিরোধের জের ধরে সোমবার দুপুরে বৌ বাজার এলাকায় রব মোল্যার সমর্থক আক্কাস মোল্যাকে গালাগালি করে কাইয়ুম মোল্যার সমর্থকরা।

খবর পেয়ে লোকজন নিয়ে আব্দুর বর মোল্যা ওই এলাকায় গেলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষ কাইয়ুম মোল্যা ও তার লোকজন। এতে রব মোল্যাসহ ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে কাইয়ুম মোল্যা বলেন, আমার নেতৃত্বে রব মোল্যার উপর হামলা করা হয়নি। বরং সাধারণ জনগণ তাকে যেভাবে ঘিরে ধরেছিল, তাতে আমি যদি না ঠেকাতাম তাহলে পাবলিক তাকে কুপিয়ে মেরে ফেলতো।

ইউপি নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই সে আমার উপর ক্ষিপ্ত। তিনি লোকজন নিয়ে আমার সমর্থক সানোয়ারকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে ও তার লোকজনকে ঘেরাও করে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিনি ও তার লোকজন আহত হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ  মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

আরও পড়ুন : সোনাগাজীর ধর্ষণ মামলার আসামিকে জামিন

ভয়েস টিভি/এমএইচ

You may also like