Home সারাদেশ পাবনায় ইউপি সদস্যকে নৃশংসভাবে হত্যা

পাবনায় ইউপি সদস্যকে নৃশংসভাবে হত্যা

by Newsroom
কৃষককে

পাবনায় সিএনজি অটোস্ট্যান্ডের চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য বকুল শেখকে (৩২) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ১১ ‍ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের অনন্ত মোড়ে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটায়।

নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে। তিনি দোগাছি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহত বকুলের আত্মীয় আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোরিকশার চাঁদা তোলা নিয়ে এলাকার জামায়াত-বিএনপি সমর্থকদের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যায় তারা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।

আরও পড়ুন : পূর্বের ‘মিলনের’ কথা প্রেমিকার বরকে জানালো সাবেক প্রেমিক

ভয়েস টিভি/এমএইচ

You may also like