Home খেলার খবর কে হবে ইউরোপ সেরা, ঠিক হবে আজ

কে হবে ইউরোপ সেরা, ঠিক হবে আজ

by Shohag Ferdaus

এর আগে প্রতি মৌসুমে জুনের মধ্যেই জানা যেত ইউরোপের সেরা দলটির নাম। এবার করোনাভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত বিরতি ইউরোপিয়ান মৌসুমকে টেনে এনেছে আগস্টে। বহু প্রতীক্ষার শেষে আজ রোববার রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও পিএসজি। সেখানেই ঠিক হবে ইউরোপ সেরার মুকুট উঠবে কার শিরে।

আজকের ফাইনালে ইতিহাস ও ফর্ম মিলিয়ে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। কিন্তু নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো গতি ও স্কিল সম্পূর্ণ খেলোয়াড়দের এ দলকেও পিছিয়ে রাখা কঠিন। বিশেষ করে সেমিফাইনালে লাইপজিগের বিপক্ষে যেভাবে দলীয় রসায়ন দেখিয়েছে টমাস টুখেলের শিষ্যরা, তাতে ফাইনালে ফ্রেঞ্চ দলকে নিয়ে প্রত্যাশা বাড়ছে। বায়ার্ন মিউনিখের দলীয় সমন্বয় ও প্রেসিং ফুটবলকে পিএসজি কীভাবে সামাল দেয় সেটা নিয়েও আগ্রহ বাড়ছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like