Home জাতীয় অটিস্টিক শিশুর ইচ্ছে পূরণ করলেন প্রধানমন্ত্রী

অটিস্টিক শিশুর ইচ্ছে পূরণ করলেন প্রধানমন্ত্রী

by Newsroom
ইচ্ছে পূরণ

ঢাকা: শিশু মামিজা রহমান রায়ার জীবন পাতায় সম্ভবত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবারের বিকেলটা শ্রেষ্ঠ হয়ে থাকবে। কারণ তার ইচ্ছে পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায়া নামের ওই মেয়েটি একজন অটিস্টিক।

এর আগে এক ভিডিও বার্তায় রায়া বলেছিল, তার ইচ্ছে প্রধানমন্ত্রী তাকে ভিডিও কল করবেন। আর এ জন্য প্রতিদিন অপেক্ষায়ও থাকে সে। কিন্তু ভিডিও প্রকাশের এক দিনের মাথায় প্রধানমন্ত্রী নিজে ভিডিওকল করেছেন রায়াকে। তার সঙ্গে গল্প করেছেন। শুনেছেন রায়ার কবিতা আবৃত্তি। বেশ কিছু সময় ধরে গল্পও শুনেছেন রায়ার থেকে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রধানমন্ত্রী ওই কিশোরীর সঙ্গে হোয়াটসঅ্যাপ এ কথা বলেন। এ সময় কিশোরীটি লকডাউন শেষ হলে প্রধানমন্ত্রীর বাসায় আসার ইচ্ছাও ব্যক্ত করে। এদিকে কিশোরীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কলে কথা বলার বিষয়টি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় রায়ার মা নাবিহা রহমান পিংকীর মোবাইল ফোনে ভিডিও কল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিশুর ইচ্ছে পূরণে একজন সরকারপ্রধানের এমন ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিহা রহমান।

ভয়েস টিভি/টিআর

You may also like