Home সারাদেশ সেনবাগে তিনটি ইটভাটাকে জরিমানা

সেনবাগে তিনটি ইটভাটাকে জরিমানা

by Newsroom
মুদি দোকানি

নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনটি ইটভাটাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তত করার উদ্দেশ্যে কৃষি জমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার দায়ে ওই তিনটি ইটভাটাকে আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে সোনালী ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে ৫০ হাজার টাকা, রাজু ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে ৫০ হাজার টাকা এবং এইচএমবিসি ব্রিকসকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, বেআইনিভাবে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমি হতে মাটি সংগ্রহ করে কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে তিনটি ভাটাকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আইন মেনে ইটভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন : সেনবাগে গৃহবধূ ধর্ষণের অভিযোগে আটক ৩

ভয়েস টিভি/এমএইচ

You may also like