Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান

by Newsroom

ঠাকুরগাঁওয়ে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৮ নভেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার বরুনাগাঁও গ্রামে নির্মিত ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গত বছর বরুনগাঁও গ্রামে ফাইভ স্টার ব্রিক্স নামের ইটভাটা গড়ে তোলে সামসুজ্জোহা বাবলু নামে এ ব্যক্তি। পরিবেশ অধিদফতরের ছাড়পত্রের আবেদন করেন তিনি। কিন্তু অধিদফতর থেকে ইটভাটাটি অন্যত্র স্থানান্তর করতে বলা হয়।

পরিবেশ অধিদফতরের নির্দেশ অমান্য করে ইটভাটাটি পরিচালনা করায় অভিযান চালায় ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। এসময় স্কেবেটর মেশিন দিয়ে ইটভাটাটি গুড়িয়ে দেয়া হয়।

এদিকে ইটভাটাটি স্থাপনে ১৫ শতক জমি দখল করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন মোশারুল ইসলাম। তিনি বলেন, সামসুজ্জোহা বাবলু আমার ১৫ শতক জমি জোরপূর্বক দখল করে সেখানে ইটভাটা স্থাপন করেছে। বিষয়টি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।

ইটভাটার মালিক সামসুজ্জোহা বাবলু বলেন, ইটভাটা নির্মাণের সময় আমরা বুঝতে পারিনি যে ইটভাটা মোশারুলের ১৫ শতক জমি পড়ে গেছে। আমরা তার সঙ্গে কথাও বলেছি। অন্যত্র জমি বদল দিতেও চেয়েছিলাম, কিন্তু তিনি শুনেননি।

পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার বিষয়ে বাবলু বলেন, ঠাকুরগাঁওয়ে প্রায় একশ’র বেশি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র দুটির ছাড়পত্র রয়েছে। আমার ইটভাটা অপসারণ করা হচ্ছে, অন্য ভাটাগুলো কি করবে? আমি আইনের প্রতি সম্মান দেখিয়ে পরিবেশগত ছাড়পত্রের জন্যে আবেদন করেছিলাম। কিন্তু আমাকে ছাড়পত্র দেয়া হয়নি।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, আইন অমান্য করে ফাইভ স্টার ব্রিক্স নামে ইটভাটা স্থাপন করা হয়েছিল। আজ ম্যাজিস্ট্রেট গিয়ে সেটি অপসারণ করেছে। যেসব ভাটায় ছাড়পত্র নেই, সেগুলোতেও অভিযান চালানো হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like