Home সারাদেশ হাতিয়ায় দু’টি ইটভাটা বন্ধ করলো পরিবেশ অধিদফতর

হাতিয়ায় দু’টি ইটভাটা বন্ধ করলো পরিবেশ অধিদফতর

by Shohag Ferdaus
অধিদফতর

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি নিয়ম ভঙ্গ করে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করায় দুইটি ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর।

একই সঙ্গে মেসার্স মোজহার উদ্দিন ব্রিকসকে ১ লাখ ও মেসার্স সাফদার ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে হাতিয়ার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ও চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ জরিমানার ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন থেকে মেসার্স মোজহার উদ্দিন ব্রিকস ও মেসার্স সাফদার ব্রিকস নামে দুইটি ইটভাটা সরকারি নিয়ম ভঙ্গ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংবাদ নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মাজহারুল ইসলাম এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এসময় ইটভাটা দুটি সম্পূর্নভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, নিয়ম ভঙ্গ করায় এসময় মেসার্স মোজহার উদ্দিন ব্রিকসের ম্যানেজার আবু তাহেরকে ১ লাখ টাকা ও মেসার্স সাফদার ব্রিকসের মালিক আমজাদ সাফদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক তানজিম তারেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, নিয়ম অমান্য করা অন্য ইটভাটা গুলোতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like