Home প্রবাসী বাঙালি সাজে ইতালির পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশি তরুণীর বিয়ে

বাঙালি সাজে ইতালির পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশি তরুণীর বিয়ে

by Shohag Ferdaus
ইতালির পুলিশ

দীর্ঘদিনের প্রেম শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশি তরুণী ও ইতালির এক পুলিশ কর্মকর্তা। বাংলাদেশি তরুণীর নাম সুমাইয়ারা ও ইতালির পুলিশ কর্মকর্তার নাম দোমেনিকো তামবুররিনো। তবে বিয়েতে সম্পূর্ণ বাঙালি সাজ ছিল সুমাইয়ারার। তিনি লাল বেনারসি শাড়ি পড়ে সবার নজড় কেড়েছেন।

১৪ সেপ্টেম্বর সোমবার দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় তারা বিয়ে করেন। এ ঘটনাটি ইতালির গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বেশ আলোড়ন সৃষ্টি হয়।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, তুরিন সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত ২৫ বছর বয়সী সুমাইয়ারার সঙ্গে প্রথম পরিচয় ঘটে দোমেনিকোর। ভালো লাগা এক সময় ভালোবাসায় রূপ নেয়। অবশেষে বিয়ে।

বিয়ের অনুষ্ঠানে বর দোমেনিকো তার বিখ্যাত বাহিনীর গৌরবের ইউনিফর্ম পরিধান করেন আর লাল রঙের শাড়িতে বাজিমাত করেন বাংলাদেশি বধূ সুমাইয়ারা।

ইতালীয় বিভিন্ন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় পঞ্চমুখ এই নবদম্পতি। ইতালীয়-বাংলাদেশি ভিন্ন দুই সংস্কৃতির মেরুতে অবস্থান করেও প্রেমের টানে আপন করে নিলেন দুজনকে।

বর ইতালীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়ারির মার্শাল হিসেবে উত্তর-পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিন প্রভিন্সে কর্মরত।

ভয়েস টিভি/এসএফ

You may also like