Home প্রযুক্তি বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

by Shohag Ferdaus
ইন্টারনেট এক্সপ্লোরার

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তাদের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার-১১-এর পরিষেবা বন্ধ করতে চলেছে।

পুরনো ইন্টারনেট এক্সপ্লোরার বদলে তাদের নতুন এজ ব্রাউজারের ওপর জোর দিচ্ছে। গত সপ্তাহে মাইক্রোসফ্ট ইন্টারনেট এক্সপ্লোরার ১১ বা আইই১১ ইউজারদের এজ ব্রাউজারের লেটেস্ট ভার্সনে রিডিরেক্ট করতে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে ওয়েবসাইটে জারি করা হয়েছে যেখান থেকে ইউজারদের এজ ব্রাউজারে রিডিরেক্ট করবে। যেই ওয়েবসাইটগুলোতে মাইক্রোসফ্টের দল শীর্ষস্থানে অবস্থান করে।

গত আগস্ট মাসেই মাইক্রোসফ্ট জানিয়েছিল, ৩০ নভেম্বর থেকে ইন্টারনেট এক্সপ্লোরার-১১-এর পরিষেবা বন্ধ করে দেবে। প্রক্রিয়াটি চলতি মাস থেকে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের আগস্ট মাসের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like