Home জাতীয় মানবপাচার রোধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

মানবপাচার রোধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

by Newsroom

বিদেশে পলাতক মানবপাচারে জড়িত দালালদের গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির ঘোষণা দেয়া হয়েছে। ৪ অক্টোবর রোববার দুপুরে সিআইডি সদর দফতরে লিবিয়ায় পাচারের শিকার বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের হাতে ২৬ জন বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। এই ঘটনায় বিভিন্ন সময়ে ২৬টি মামলা করা হয়। তার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। ইতোমধ্যে ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার পর সিআইডি আহত ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে। গত ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ ও লিবিয়ার যৌথ উদ্যোগে তারা বোরাক এয়ারের বিশেষ ফ্লাইট ভিজেড-২১৮ যোগে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

ব্রিফিংয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইমের উপমহাপরিদর্শক আবদুল্লাহ হেল বাকী বলেন, লিবিয়ার ১২জন ভিকটিমের মধ্যে নয় জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা হলেন– ফিরোজ বেপারী, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তারিকুল ইসলাম, বকুল হোসেন, মোহাম্মদ আলী, সোহাগ আহমেদ ও সাইদুল ইসলাম। বাপ্পী দত্ত, সম্রাট খালাসি ও সাজিদকে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, মামলার তদন্তের স্থার্থে লিবিয়া থেকে আসা নয় জনকে সিআইডির সদর দফতরে নিয়ে এসে ঘটনার সার্বিক বিবরণ ও প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য নেয়া হয়। দ্রুতই ভিকটিমদের জবানবন্দি নেয়ার জন্যে আদালতে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ‘দেশের  সিংহভাগ দালালদের আমরা গ্রেফতার করেছি। বিদেশে পলাতক ১০-১২ জন দালালের নাম ইতোমধ্যে আমরা পেয়েছি। আগামী সপ্তাহের মধ্যেই বিদেশে অবস্থারনত ৮ থেকে ১০জন আসামিকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে।

 

ভয়েস টিভি/এমএইচ

You may also like