Home খেলার খবর ‘ইবাদত মোটেই ‘ঝড়েবক’ না’

‘ইবাদত মোটেই ‘ঝড়েবক’ না’

by Imtiaz Ahmed

এইতো কিছুদিন আগেও ইবাদত হোসেনকে নিয়ে সমালোচনা ও ট্রলে মুখর ছিলো সমর্থকেরা।

৪৬ রানে ৬ উইকেটের স্পেলটার পর সেই ইবাদতকে নিয়েই শুরু হয়েছে মাতামাতি । হওয়াটাই স্বাভাবিক।

তবে এর মাঝেই আবার অনেকেই ভাবছেন ইবাদতের এই স্পেল কি ‘ঝড়ে বক মরা’ কিনা। কারণ অতীতে এমন বহু ক্রিকেটারই একটু আকটু ঝলক দেখিয়ে হারিয়ে গেছেন চিরতরেই!

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী গণমাধ্যমের সামনে বললেন, ইবাদতের এই পারফরম্যান্স তার ওপর দীর্ঘদিন রেখে আসা আস্থারই প্রতিদান।

“ইবাদত মোটেই ‘ঝড়েবক’ না। তার পেছনে আস্থা রাখা হয়েছে, তাকে নিয়ে কাজ করা হয়েছে। তাকে বলা হয়েছে সে শুধু একটা ফরম্যাটই খেলবে- টেস্ট!

এটাই ওর ফিউচার, এটাই ওর ক্যারিয়ার। তাই সে এই ফরম্যাটেই নিজেকে মানিয়ে নিতে কাজ করেছে। হয়তো তার সেট হতে সময় লেগেছে। কিন্তু এই ম্যাচে সে করে দেখিয়েছে।”

“ইবাদত লাস্ট বিপিএল থেকে ভালো বোলিং করছে। হয়তো টেস্টে এতোদিন তার পরিস্থিতি ফেভারে আসেনাই। আমাদের কন্ডিশনে আবার স্পিনারদের বেশি খেলানো হয়। কতোটুকু আস্থা আপনার আছে পেস বোলারদের উপর সেটাও ডিপেন্ড করে।”

দেশের ক্রিকেটের দুঃসময়েও তাসকিন, শরিফুল, ইবাদতের মতো পেসাররাই অবদান রাখছেন। কাজেই পেসারদের নিয়ে টেস্টেও কাজ করা, তাদের এই ফরম্যাটে নিঃশ্বাস নিতে দেওয়ার পক্ষে মাশরাফী।

“এই একটা ফরম্যাটেই পেসারদের নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এবং কাজ করলে যে রেজাল্ট আসে এই টেস্ট তার প্রমাণ।”

You may also like