Home শিক্ষাঙ্গন বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে ইবি উপাচার্যের দায়িত্ব গ্রহণ

বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে ইবি উপাচার্যের দায়িত্ব গ্রহণ

by Shohag Ferdaus
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। ৪ অক্টোবর রোববার দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় তিনি অর্পিত দায়িত্ব পালনে সহকর্মীদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ ইবির ১৩তম ভিসি হিসেবে অধ্যাপক আব্দুস সালামকে নিয়োগ দেন।

ক্যাম্পাসে প্রবেশ করেই উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বঙ্গবন্ধুর মুর‌্যাল ‘মৃতুঞ্জয়ী মুজিবে’ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতাকে শ্রদ্ধা জানান।

ইবি

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যের কার্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড শাহিনুর রহমান নব নিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা ও গবেষণা। আমরা এ প্রবাহমানতাকে সম্মান করতে চাই। এ প্রবাহমানতার স্রোতকে যদি আরও শক্তিশালী করার কোনো সুযোগ থাকে, সেখানে যদি কোনো ফাঁক-ফোকর পূরণ করার সুযোগ থাকে তাহলে সেটা পূরণ করে এ স্রোতকে আরও শক্তিশালী করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সরাসরি স্টেকহোল্ডার হলো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা। তারা সবাই যদি সম্মিলিত হয়ে কাজ করে তাহলে আমরা একটা ভিশন, মিশন সাকসেসফুল করতে পারব।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমাদের সকলের উচিত প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠাবান থাকা। সেই সঙ্গে দুর্নীতির পক্ষে না থেকে এর বিরুদ্ধে সকলকে দৃঢ়তার সঙ্গে অবস্থান নেয়া।

আরও পড়ুন: ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঘিরে রহস্য

ভয়েস টিভি/এসএফ

You may also like