Home শিক্ষাঙ্গন ইবি কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি, পদদলিত শ্রদ্ধাঞ্জলি

ইবি কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি, পদদলিত শ্রদ্ধাঞ্জলি

by Newsroom
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক ভাস্কর্য মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি দেয়া নিয়ে কর্মকর্তাদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে করে বেদীতে দেয়া শ্রদ্ধাঞ্জলি পদদলিত হতে দেখা যায়।

১৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তবাংলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে। পরে সকাল পৌনে ১১টার দিকে কর্মকর্তা সমিতি থেকে বেরিয়ে এসে নতুন গড়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা ফুল দিতে গেলে কর্মকর্তা সমিতির সদস্যরা বাঁধা দেন।

এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির মতো ঘটনা ঘটে। এর এক পর্যায়ে লাঠিশোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করতেও দেখা যায়। পরে দুপক্ষের কর্মকর্তারাই লাঠি দিয়ে বেদীতে থাকা ফুলের ডালি ভাঙচুর করে।

এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কর্মকর্তা সমিতির সামনে টিকতে না পেরে ক্যাম্পাস ত্যাগ করে অফিসার্স ইউনিটের কর্মকর্তারা।

ইবি প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, আমার ২২ বছরের শিক্ষকতা জীবনে কখনও এমন ঘটনার সৃষ্টি হয়নি। এ ঘটনাটি খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আমি প্রশাসনের একজন ব্যাক্তি হয়েও নিবেদন করবো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি দেয়া।

আরও পড়ুন : দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

ভয়েস টিভি/এমএই্চ

You may also like