Home শিক্ষাঙ্গন ইবির কলেজ শাখা চালু, ভর্তি কার্যক্রম শুরু

ইবির কলেজ শাখা চালু, ভর্তি কার্যক্রম শুরু

by Newsroom
ইবি

প্রথম বারের মতো একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। বিশ্ববিদ্যালয়ের নতুন এ কলেজ শাখায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন ১শ ৫০জন শিক্ষার্থী।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২০ আগস্ট পর্যন্ত। গত ৫ আগস্ট বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত এ সংক্রান্ত এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকালে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম মামুন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রতিটিতে ৫০ (পঞ্চাশ) জন করে মোট ১৫০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ থাকবে কলেজটিতে। ২০ আগস্ট অনলাইনে আবেদন শেষ হওয়ার পর আগামী ২৫ আগস্ট থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। যা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির যোগ্যতা বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ৩.৫।

বিশ্ববিদ্যালয়ে কলেজ শাখা করার জন্য অনুমোদন দেয়ায় সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।

ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, স্কুলটি কলেজ শাখায় উন্নীত হওয়ায় আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হলো। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ও এক ধাপ এগিয়ে গেল। শিশু শ্রেণি থেকে শুরু করে স্নাতোকোত্তর পর্যন্ত আর কোন গ্যাপ থাকলোনা। এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিপূর্ণতা পেল।’

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like