Home খেলার খবর ইব্রাহিমোভিচের জোড়া গোলে এসি মিলানের জয়

ইব্রাহিমোভিচের জোড়া গোলে এসি মিলানের জয়

by Shohag Ferdaus
ইব্রাহিমোভিচের

সেরি আয় নিজেদের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ এই ফরোয়ার্ডের জোড়া গোলে জয় দিয়ে ২০২০-২১ সেরি আয় আসর শুরু করেছে এসি মিলান।

মিলানের সান সিরো স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর সোমবার বোলোনিয়াকে ২-০ গোলে হারায় এসি মিলান।

ম্যাচের ৩৫তম ভাঙে ম্যাচের গোল শূন্যতা। সতীর্থ থিও ফার্নান্দেজের ক্রস থেকে বর পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে অসাধারণ এক হেডে জালে বল জড়ান ৬ ফুট ৩৯ ইঞ্চি লম্বা ইব্রাহিমোভিচ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করেন সুইডিস এই তারকা। ডি-বক্সে আলজেরিয়ান মিডফিল্ডার ইসমায়েল বেনাসের ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টি’র বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল হয়নি ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।

ভাগ্য আরেকটু সহায় হলে হ্যাটট্রিকের দেখাও পেতে পারতেন তিনি। ম্যাচের শুরুর দিকে তার শট দূরের পোস্ট ঘেঁসে বেরিয়ে যায়। পরে গোলরক্ষককে একা পেয়ে তার নেয়া আরেকটি শট লক্ষ্যে থাকেনি।

এ নিয়ে চারটি সেরি আয় আসরে প্রথম রাউন্ডে গোল করলেন ইব্রাহিমোভিচ। প্রতিযোগিতাটিতে নিজের শেষ পাঁচ ম্যাচে এই নিয়ে তিনবার করলেন জোড়া গোল।

ভয়েস টিভি/এসএফ

You may also like