Home চিকিৎসা রাজবাড়ীর নতুন সিভিল সার্জন ইব্রাহিম টিটন

রাজবাড়ীর নতুন সিভিল সার্জন ইব্রাহিম টিটন

by Shohag Ferdaus

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন রাজবাড়ীর নতুন সিভিল সার্জন হিসেবে বদলি ও পদায়ন হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাঁকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে।

২৪ আগস্ট সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনকে রাজবাড়ীর সিভিল সার্জন ও রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামকে নরসিংদীর সিভিল সার্জন হিসেবে বদলি ও পদায়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে ৮ জেলার সিভিল সার্জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের সিভিল সার্জন পদমর্যাদার উপ-পরিচালক (সিডিসি) ডা. ফারুক আহমেদকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্সেস অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

জানা গেছে, রাজবাড়ীর নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ২৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হন এবং সবশেষ নরসিংদীর সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ২০২০ সালের ১২ জানুয়ারিতে।

ভয়েস টিভি/এসএফ

You may also like