Home জাতীয় ইভিএমকে লো লেভেলের প্রযুক্তি বললেন ড. জাফর ইকবাল

ইভিএমকে লো লেভেলের প্রযুক্তি বললেন ড. জাফর ইকবাল

by Amir Shohel
টিকা

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) খুব লো লেভেলের প্রযুক্তি, এখন অনেক হাইটেক জিনিসপত্র রয়েছে বলে মন্তব্য করেছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল।

১৩ মার্চ রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাফর ইকবাল বলেন, ইভিএম সম্পর্কে বলা হচ্ছে এটা নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি। আসলে তা না। এটা খুবই লো লেভেলের টেক। এখন তো অনেক হাইটেক জিনিসপত্র রয়েছে। আমাদের ভার্সিটির স্টুডেন্টরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে।

তিনি বলেন, আমি নিরপেক্ষতাকে ভয় পাই। আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল- দুটাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের সাবেক এ অধ্যাপক নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, “আপনারা যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। গালি নিয়ে ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন বলতে পারেন, আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।

প্রবাসীদের সংশ্লিষ্ট দেশেই যেন ভোট দিতে পারে, সে প্রসঙ্গে লেখক ও শিক্ষাবিদ জাফর ইকবাল বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকে। তারাও দেশ নিয়ে ভাবে। তারা কীভাবে ভোট দিতে পারে সেটা দেখতে হবে।

জাতীয় পরিচয়পত্র প্রসঙ্গে জাফর ইকবাল বলেন, ইদানিং দেখা যাচ্ছে অনেক জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এটা দেখলে ও সমস্যার সমাধান করলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে ১৩ শিক্ষাবিদ অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এএস

You may also like