Home সারাদেশ উপহার বক্সে কাফনের কাপড় পাঠিয়ে মসজিদের ইমামকে হুমকি

উপহার বক্সে কাফনের কাপড় পাঠিয়ে মসজিদের ইমামকে হুমকি

by Roman Kabir

উপহার বক্সে কাফনের কাপড় আর চিঠি দিয়ে মসজিদের ইমামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার ওসমান গণি (৫৮)। তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানার জিডি সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নারান্দিয়া মাদরাসার সালমান (৬) নামের এক ছাত্রের জন্য একটি উপহার বক্স পাঠায়। বক্সটি খুলে দেখা গেছে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেওয়া একটি চিঠি। ঘটনাটি কয়েক দিন পরে জানাজানি হয়।

বৃহস্পতিবার ২৪ মার্চ ঘটনার সত্যতা নিশ্চিত করেন মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার ওসমান গণি।

তিনি বলেন, ‘বক্সটি খুলে আমি দেখতে পাই ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ‘

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ভয়েসটিভি/আরকে

You may also like