Home বিশ্ব ইরবিল ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরবিল ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

by Newsroom
ইরবিল

ইরাকের কুর্দিস্তানের ইরবিল ঘাঁটি থেকে সম্প্রতি একদল মার্কিন সেনা সরিয়ে  নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব মার্কিন সেনাদের আমেরিকায় ফিরে যাওয়ার কথা জানা গেলেও ঠিক কতজনকে সরানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, এসব মার্কিন সেনাকে ইরাক থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ব্লিস ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। ইরাকের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনা সরিয়ে নেওয়ার খবর সত্য। তবে কতজন সেনা দেশে ফিরে গেছে তা অস্পষ্ট।

আরও পড়ুন : ইরাকে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩২, আইএসের দায় স্বীকার

এর আগে খবরে বলা হয়, আগামী মাসে ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন কর্মকর্তারা।

সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগী এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা বেড়েছে। বিগত কয়েক মাসে ইরাকে মার্কিন সামরিক বহর লক্ষ্য করেও বেশ কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে ইরবিল ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

জানা যায়, মার্কিন সেনারা ইরাকে হামলা থেকে নিজেদের রক্ষা পেতে নতুন নতুন সামরিক সরঞ্জাম নিয়ে এসেছে। কিন্তু তাতেও তারা অতর্কিত হামলা থেকে রক্ষা পাচ্ছে।

এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে ইরাকের সংসদ। কিন্তু দীর্ঘ দিন থেকেই সেনা প্রত্যাহারে টালবাহানা করে আসছে মার্কিন কর্তৃপক্ষ।

আরও পড়ুন : অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশ উপেক্ষা

ভয়েস টিভি/এমএইচ

You may also like