Home অর্থনীতি কমেছে ইলিশের দাম

কমেছে ইলিশের দাম

by Shohag Ferdaus

সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে রাজধানীর বাজারগুলোতে সরবরাহ বেড়েছে ইলিশের। সরবরাহ বেশি থাকায় বাজারে আসা ইলিশের দামও কমেছে। ইলিশের দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও বেশ সন্তুষ্ট।

১৫ আগস্ট শনিবার রাজধানীর মাছের বাজার ঘুরে দেখা যায়, বরিশাল, চাঁদপুরসহ বিভিন্ন আড়ত থেকে রাজধানীর বাজারগুলোতে আসছে রুপালি ইলিশ। বর্তমান বাজারে প্রতি কেজি বড় ইলিশ (এক কেজি বা তার চেয়ে বড়) বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়। আর এর চেয়ে ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকার মধ্যে।

ইলিশ মাছ কিনতে আসা নাহিয়ান খান বলেন, বাজারে ইলিশের সরবরাহ যথেষ্ট বেড়েছে। দাম কম হওয়ায় ইলিশের বাজারে কিছুটা স্বস্তি আছে।

বাজার করতে আসা রিভা খানম নামে আরেক ক্রেতা বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে বাজারে আসা ঝুঁকিপূর্ণ। কিন্তু বাজারে এখন পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে। তবে মাছের বিক্রেতারা দাম বেশি চাইছেন দরাদরি করলে কম দামে কিনতে পারছ্

ইলিশ ব্যবসায়ী মো. হারুনুর রশিদ বলেন, যেহেতু এখন ইলিশের মৌসুম আর বাজারেও পর্যাপ্ত মাছ আছে সুতরাং দাম কিছুটা কম রয়েছে। তবে সাগরে গত সপ্তাহের তুলনায় মাছ কিছুটা কম ধরা পড়ছে ফলে মাছের আড়ত গুলোতেও বর্তমানে মাছ কিন্তু কম আসছে।

ভিয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like