Home অর্থনীতি ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ

ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ

by Shohag Ferdaus
ইলিশ

ইলিশের ভরা মৌসুমে প্রতিদিন ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তাই বাজারে সরবরাহও বেড়েছে। সকাল হলেই রাজশাহীর বাজারগুলোতে বরিশাল ও চাঁদপুর থেকে ট্রাকে করে আসছে ইলিশ । এরপরও রাজশাহীর বাজারে ইলিশের দাম বেশ চড়া। ফলে সাধ আর সাধ্যের সমন্বয় না হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষদের অধরাই থেকে যাচ্ছে রুপালি ইলিশ।

২৯ আগস্ট শনিবার রাজশাহীর সাহেব বাজার এলাকার মাছপট্টিতে ঘুরে দেখা গেছে এ চিত্র।

সরেজমিনে দেখা গেছে, সেখানে দেখা যায় ৪ থেকে সাড়ে ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকা। ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ৮০০ থেকে ৯০০ টাকায়, এক কেজি ওজনের  এক হাজার ২০০ টাকা, আর এর ওপরে থাকা বড় সাইজের মাছ এক হাজার ৬০০ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বড় সাইজের ইলিশ নিতে হলে একদিন আগেই এই আড়তে গিয়ে অর্ডার দিয়ে আসতে হবে।

আক্ষেপের সুরে শহীদ ইসলাম নামের এক ক্রেতা বলেন, পদ্মা ও মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তাই অন্য যেকোনো সময়ের তুলনায় এখন বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। কিন্তু দাম কমেনি। কিন্তু বাজারের অবস্থা দেখে মনে হচ্ছে না যে, এবছর ইলিশের দাম আর কমবে।

এককেজি ওজনের একটি ইলিশের স্বাদ নিতে হলে এক হাজার দুইশ টাকা খরচ করতে হচ্ছে। আর সবচেয়ে ছোট (৪৫০ গ্রাম) ওজনের একটি ইলিশ কিনতে গেলেও অন্তত পাঁচশ টাকা লাগছে। এ অবস্থায় সবার পক্ষে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।

শফিকুল আলম নামে আরেক ক্রেতা বলেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমে। এটাই সাধারণত হয়ে থাকে। কিন্তু এবার সবকিছুই যেন ব্যতিক্রম। ইলিশ ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। যে কারণে সব বাজারেই একই দামে ইলিশ বিক্রি করা হচ্ছে।

রাজশাহীর নিউমার্কেট ষষ্টিতলা এলাকার মাছ ব্যবসায়ী জুম্মন আলী বলেন, পদ্মা-মেঘনায় মাছ ধরা পড়লেও বিরূপ আবহাওয়ার কারণে জেলেরা সবসময় মাছ শিকারে যেতে পারছেন না। তাই যেভাবে বলা হচ্ছে ঠিক সেভাবে ইলিশ ধরা পড়ছে না। এজন্য মোকামেই ইলিশের দাম বেশি।

আরও পড়ুন- বরগুনার বাজারে কমেছে ইলিশের সরবরাহ।

ভয়েস টিভি/এসএফ

You may also like