Home বিশ্ব ইলেকট্রিক বাসের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক

ইলেকট্রিক বাসের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক

by Newsroom
ইলেকট্রিক

নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকবিহীন ইলেকট্রিক বাসের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। ১ ফেব্রুয়ারি সোমবার দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন। খবরটি প্রকাশ করেছে ডেইলি সাবাহ।

আতাক ইলেকট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি কারেন্টে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা।

২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘ্যের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, তারা এরই মধ্যে ব্যাপক উৎপাদন শুরু করেছে।

বাসটিতে ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারেরও তাগিদ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বিশ্ব এখন পরিচ্ছন্ন জ্বালানির দিকে ঝুঁকছে। এমন সময়ে এই প্রবণতা পরিলক্ষিত হচ্ছে যখন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার বিষয়টি আমাদের এজেন্ডায় রয়েছে। এসব বাস উৎপাদনকারীরা বিশ্বজুড়ে তুরস্ক এবং তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে।

গত মাসেই নিজেদের তৈরি ইলেকট্রিক বাসের পরীক্ষা চালায় তুরস্কের আরেক প্রতিষ্ঠান অটোকার।

আরও পড়ুন : নিয়মিত হাইকোর্ট বেঞ্চ বসছে আজ

ভয়েস টিভি/এমএইচ

You may also like