Home সারাদেশ ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন

by Amir Shohel

ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধসহ পবিত্র আল আকসা মসজিদ উদ্ধারের দাবি জানিয়েছে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, পটিয়া উপজেলা শাখা। ২২ মে শনিবার পটিয়া থানার মোড়ের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের নির্দেশেনায় মানবন্ধনে সভাপতিত্ব করনে সংগঠনের নেতা মাওলানা খোরশেদুল ইসলাম মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আবু আরেফ সারতাজ। সঞ্চালনা করেন ওবাইদুল হক পিবলু।

বক্তব্য রাখেন- আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দীন, মফিজুর রহমান, আল্লামা মুফতি রেজাউল কায়সার, নজিবুল কবির রাহগির, মাওলানা নজরুল ইসলাম, কুতুব উদ্দীন, আবুল কালাম, নাসিফ নেজাম, কায়েস ফারুকী, তৌকির আহমেদ, আব্দুল মালেক, মীর সুজন, আবু কায়সার, সাংবাদিক মোরশেদ আলম, মহিলা নেত্রী, শাহিন আকতার, কাউসার ফারবিন ববি, জিনু আকতার, উম্মে হাবিবা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুনিয়ার সর্বত্র ধর্মরাষ্ট্রের নামে চরম অধর্ম উগ্রবাদী ইহুদীবাদী হিংস্র পাশবিক অবৈধ ইসরায়েলি স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হতে হবে। পাশবিক শক্তির নৃশংসতা হত্যা ও ধৃষ্টতার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, সত্য ও মানবতা বিরোধী খুনী অপশক্তির বিরুদ্ধে সত্যপ্রিয় সকল মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।

ভয়েসটিভি/এএস

You may also like