ভারতের দিল্লির ইসরাইলি দূতাবাসের সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৯ জানুয়ারি শুক্রবার বিকেলে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ওই দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আনন্দবাজারের খবরে বলা হয়েছে।
আনন্দবাজার জানায়, সেখানে পরপর ছ’টি বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকটি গাড়ি উড়ে গেছে। ঘটনার পর ৬টি দমকলের গাড়ি আগুন নেভায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা একটা আইইডি বিস্ফারণ। বিস্ফোরণের ‘চরিত্র’ আঁচ করতে দিল্লি পুলিশের ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
বিস্ফোরণের সময় এর আড়াই কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ (প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান) চলছিল। সেখানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিরাপত্তার কারণে এলাকা ঘিরে বেষ্টনী তৈরি করে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরকভর্তী প্লাস্টিক ব্যাগ জিনদাল হাউজের বাইরে রেখে যায় দুর্বৃত্তরা। ব্যাগে আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল। জায়গাটি ইসরাইলি দূতাবাস থেকে দেড়শ মিটারের দূরত্বে।
ভয়েস টিভি/এসএফ