Home বিশ্ব ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করলো তুরস্ক

ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করলো তুরস্ক

by Newsroom
ইসরায়েলে

অবশেষে ইসরায়েলে উফুক উলুতাসকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। দুই বছরের বেশি সময় পর তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটর।

গত সপ্তাহে সংবাদমাধ্যমটি জানায়, নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবে ৪০ বছর বয়সী ওই তুর্কি কুটনীতিককে নিয়োগ দেয় দেশটি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলে ২০১৮ সালে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পর ২০১৮ সালের মে মাসে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক।

ওই সিদ্ধান্তের দুই বছরেরও বেশি সময় পর উফুক উলুতাসকে ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তুরস্ক। আল মনিটরের খবরে উলুতাসকে খুবই মার্জিত, খুবই বুদ্ধিমান এবং ফিলিস্তিনপন্থী বলে বর্ণনা করা হয়েছে।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশুনা করেছেন তিনি। ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইরান বিষয়ক একজন বিশেষজ্ঞও তিনি। তবে তিনি পেশাদার কূটনীতিক নন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ইসরায়েলের সঙ্গে তুরস্ক ২০১০ সালে প্রথমবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ওই বছর ইসরায়েলি অবরোধ ভেঙে তুরস্কের দশজন ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্ট গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টা করলে তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।

২০১৬ সালে সম্পর্ক পুনঃস্থাপিত হলেও ২০১৮ সালে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে আবার সেই সম্পর্ক তিক্ত হয়ে পড়ে।

আরও পড়ুন : ইতালিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান

ভয়েস টিভি/এমএইচ

You may also like